Details
তারাকান্দায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা
"ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফমল রক্ষার জন্য" এ প্রতিপাদ্য সামনে রেখে মাসব্যাপি ময়মনসিংহের তারাকান্দায় ১১ অক্টোবর হতে ১০ নভেম্বর ২০১৮ এর জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৮ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা আজ মঙ্গলবার উপজেলা সভা কক্ষে অনুষ্টিত হয়।
উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন কায়সার এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতান। আরো বক্তব্য রাখেন, কৃষি বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা।